মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ - ১০:০১
মুসলিম বিশ্বের জন্য ঐক্যে প্রত্যাবর্তন আজ আগের যেকোনো সময়ের চেয়ে জরুরি

ইরানের শীর্ষ আলেম ও মারজা-এ-তাকলিদ গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি বলেছেন, মুসলিম বিশ্বের বর্তমান সংকট মোকাবিলায় ঐক্যে প্রত্যাবর্তন এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

হাওজা নিউজ এজেন্সি: তেহরানে শুরু হওয়া ৩৯তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পাঠ করা এক বার্তায় তিনি মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং গাজায় চলমান গণহত্যাকে ইসলামী বিশ্বের জন্য এক কঠিন পরীক্ষা বলে উল্লেখ করেন।

তিনি মুসলিম আলেমদের শুধু বক্তব্য ও স্লোগানে সীমাবদ্ধ না থেকে দখলদার ইসরাইলি শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণমাধ্যমিক ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানান।

পবিত্র নবী মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকীতে তিনি মুসলিম উম্মাহকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে এই সম্মেলন মুসলিমদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদারে একটি কার্যকর পদক্ষেপ হবে।

আয়াতুল্লাহ মাকারেম শিরাজি কুরআনের সূরা আল-আম্বিয়া-এর ৯২ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, “হে মানুষ! তোমরা এক জাতি, আমি তোমাদের প্রভু। সুতরাং আমাকে ইবাদত কর।”

তিনি বলেন, “যদি মুসলিমরা ঈমানকে দৃঢ় করে, নবী (সা.)-কে সর্বশক্তি দিয়ে সমর্থন করে এবং ইসলাম ও কুরআনকে জীবনের আদর্শ বানায়, তবে তাদের হৃদয় কাছাকাছি আসবে, বিভক্তি দূর হবে।”

সাম্প্রদায়িক ভিন্নমতের প্রসঙ্গে তিনি বলেন, “যদিও মাজহাবভিত্তিক কিছু পার্থক্য আছে, তবুও সাধারণ নীতিমালা ও অভিন্ন লক্ষ্যকে সামনে রাখা বিভাজনের ষড়যন্ত্র ঠেকানোর সবচেয়ে বড় হাতিয়ার।”

গাজা প্রসঙ্গে তিনি বলেন, “দুই বছরেরও বেশি সময় ধরে আল-কুদস ও গাজায় মুসলিম রক্ত ঝরছে। ক্ষুধা, তৃষ্ণা ও অবরোধে গোটা অঞ্চল আক্রান্ত। প্রতিদিন আমাদের চোখের সামনে শিশুরা দুর্বল হচ্ছে, মায়েরা ক্লান্ত হয়ে পড়ছে, আর জায়নিস্ট শাসনের বর্বরতা অব্যাহত রয়েছে। এটি কেবল একটি নিপীড়িত জাতির নয়—এটি মানবতার বিবেকের পরীক্ষা।”

তিনি কনফারেন্সের অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, “আপনাদের দায়িত্ব কেবল ঐক্যের কথা বলা নয়, বরং তা বাস্তবায়নের জন্য টেকসই ও কার্যকর সমাধান উপস্থাপন করা।”

তেহরানে শুরু হওয়া ৩৯তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে মুসলিম বিশ্বের ২১০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তিত্ব, মন্ত্রী, গ্র্যান্ড মুফতি ও সিনিয়র উপদেষ্টা অংশ নিয়েছেন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে প্যানেল আলোচনা, বই প্রকাশনা এবং আন্তর্জাতিক আলেমদের অংশগ্রহণে ২০০টিরও বেশি ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha